ডেক্স রিপোর্ট।- গত বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেছেন, চলমান যুদ্ধে আর্মেনিয়ার সেনাবাহিনীর অনেকে হতাহত হলেও এখনো সেনাবাহিনী কারাবাখের নিয়ন্ত্রণ ধরে রাখতে সমর্থ হয়েছে। নিকোল পাশিনিয়ান বলেন, ‘আমি আমাদের সব ভুক্তভোগী, শহীদ, তাদের পরিবার, অভিভাবক, বিশেষ করে শহীদদের মায়েদের উদ্দেশ্যে বিনম্র চিত্তে সম্মান জানাই। তাদের এই ক্ষতিকে আমি আমার ও আমার পরিবারের ব্যক্তিগত ক্ষতি হিসেবে বিবেচনা করছি। আমাদের সবার জানা প্রয়োজন যে আমরা একটা কঠিন পরিস্থিতি পার করছি।’
উল্লেখ্য গত চার দশক ধরে নাগোর্নো-কারাবাখ নিয়ে আমেনিয়া- আজারবাইজানের মধ্যে দ্ব›দ্ব চলে আসছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত নাগোর্নো-কারাবাখ আজারবাইজানের ভুমি। কিন্তু এটি নিয়ন্ত্রণ করে জাতিগত আর্মেনিয়ান বিচ্ছিন্নবাদিরা। বর্তমানে ওই অঞ্চলকে ঘিরে দুই দেশের মধ্যে যে সহিংসতা চলছে তার শুরু ২৭শে সেপ্টেম্বর ২০২০ থেকে । চলমান যুদ্ধে উভয় পক্ষের শত শত মানুষ এরই মধ্যে মারা গেছে। আজারবাইজান ওই অঞ্চলের বেশ কিছু ভুমি উদ্ধার করেছে ।
Leave a Reply