২০১৯ সালে নিউজিল্যান্ডের দু’টি মসজিদে গুলি চালিয়ে ৫১ জনকে হত্যাকারী, হামলার জন্য কয়েক বছর ধরে প্রস্তুতি নিয়েছিল। সোমবার আদালতে শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কথা বলেন।
রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেন্টন টরেন্ট (২৯) ৫১ জনকে হত্যা এবং আরো ৪০ জনকে হত্যা চেষ্টার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন।এছাড়া ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তা সরাসরি দেখানোর বিষয়েও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
চলতি সপ্তাহের শেষের দিকে বিচারক তাকে সাজা শোনাতে পারেন। সম্ভবত কোনো ধরনের আপিলের সুযোগ না রেখে তাকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হতে পারে। এ ধরনের ঘটনা নিউজিল্যান্ডে এর আগে কখনো ঘটেনি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বারনাবি হায়েস বলেছেন, পুলিশ জানিয়েছে- আটকের পর অভিযুক্ত তাদের জানিয়েছে, মুসলমানদের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য মসজিদে হামলা চালানোর পরিকল্পনা। বিশেষ করে ইউরোপের বাইরের মুসলমানদের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া ছিল তার উদ্দেশ্য।
Leave a Reply