কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস |- কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত নিকলীতে সেতুর নিচ থেকে ভাসান আলী (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার ১নং সিংপুর ইউনিয়নের ইসলামপগ্রামের হযরত আলীর ছেলে। বুধবার দুপুরে সোয়াইজনী নদীর উপর নির্মিত নিকলীর নগরের সেতুর নিচ থেকে কিশোরের লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত ভাসান মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে নিকলীর উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন তাঁর খোঁজ করেও সন্ধান পাচ্ছিল না। ১৬ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে স্থানীয়রা সেতুর নিচে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত কিশোরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কখন কিভাবে কিশোর ভাসানের মৃত্যু হয়েছে, এ বিষয়ে কিছুই জানা যায়নি। তবে তার মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য নিহতের লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অণুসন্ধান করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply