নিজস্ব প্রতিনিধি।- ২২ অক্টোবর ২০২০ ইং সকাল ১১ ঘটিকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রংপুর জেলা কমিটির উদ্যোগে আলু, পেঁয়াজ, চাল-ডালসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবীতে রংপুর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কমরেড আফজালুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সভাপতি কমরেড শাহাদৎ হোসেন, কমিউনিস্ট পার্টির রংপুর জেলা কমিটির নেতা আব্দুল কাফী সরকার, লোকমান হোসেন, রংপুর মহানগর কমিটির নেতা দেবদাস ঘোষ দেবু, রাতুজ্জামান রাতুল, অটো শ্রমিক নেতা আব্দুল আউয়াল প্রমুখ। সমাবেশে বক্তরা অবিলম্বে চাল-ডাল, তেল, পেঁয়াজ, আলু, ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যের দাম কমানোর দাবী জানান। সমাবেশ শেষে একটি মিছিল রংপুর মহানগরের মূল মূল সড়ক প্রদক্ষিন করে জেলা কমিউনিস্ট পার্টি কার্যালয়ে এসে শেষ হয়।
Leave a Reply