বজ্রকথা ডেক্স।- ৬ অক্টোবর মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নোয়াখালী ও সিলেটে যা ঘটেছে তা বর্বরতার চূড়ান্ত উদাহরণ। আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব আমরা।স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন,আইনের শাসন আছে বলেই অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে, কিন্তু নিপীড়করা মানুষ নয়, এরা অমানুষ, এ জন্যই এমন ঘটনা ঘটছে। উল্লেখ্য গত রবিবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাসপুর ইউনিয়নে অনৈতিক কর্মের অপবাদ দিয়ে এক নারীকে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে দেলোয়ার বাহিনীর সদস্যরা, এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয়।
Leave a Reply