এস এ মন্ডল।- বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে সারা দেশে। কার্তিক মাসের এই বৃষ্টিকে উত্তরের মানুষ বলে কাইতান। গত দুই দিনের টানা বৃষ্টিতে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নিম্ন চাপের প্রভাবে সারা দেশে অবিরাম বৃষ্টিতে জনজীবন অচল হয়ে পড়েছে। এদিকে গভীর নিম্নচাপটি ২৩ অক্টোবর সন্ধ্যা ৬টা নাগাদ বাংলাদেশের খুলনা ও সাতক্ষীরা অঞ্চল ঘেঁষে পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করেছে।নিম্নচাপের প্রভাবে বরিশাল,পটুয়াখালী, বাগেরহাট, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, নোয়াখালীসহ উপকূলীয় জেলাগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেশি জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। অনেক মাছের ঘের ভেসে গেছে। আবহাওয়াবিদদের মতে, আজ থেকে অবস্থান খানিকটা উন্নতি হতে পারে। রাতের তাপমাত্রা কমে যাওয়ায় অনেক স্থানে শীত শীত অনুভব হতে পারে। তবে এখনই শীত নামবে না। আরও কয়েক দফা বৃষ্টির পর কার্তিকের শেষ দিকে, অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি নামতে পারে শীত।
Leave a Reply