আব্দুর রাজ্জাক, দিনাজপুর।- দিনাজপুরে পল্লীশ্রী ক্রিয়েটিং স্পেসেস্ প্রকল্পের আয়োজনে নির্যাতনের শিকার নারীদের আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডে অন্তর্ভুক্তিকরনে উপকরন বিতরন করা হয়েছে।
১৫ ডিসেম্বর বুধবার শহরের বালুবাড়ী কার্যালয়ে পল্লীশ্রীর নির্বাহী পরিচালক শামীম আরা বেগম উক্ত উপকরণগুলি বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন পল্লীশ্রীর প্রোগ্রাম ম্যানেজার সেলিম রেজা, প্রকল্প সমন্বয়কারী রওনক আরা হক, হিসাররক্ষক সুধন্য চন্দ্র রায়। দিনাজপুর সদর, বিরামপুর ও রংপুর তারাগঞ্জ কর্মএলাকার নির্যাতনের শিকার ২১ জন নারীকে তাদের ব্যবসা পরিচালনার জন্য বিনামূল্যে সেলাই মেশিন, কাপড়, বিছানার চাদর, কেটলী, জগ, স্টিলের রেক, গামলা, ছেনি, তেল রখার ড্রাম, কন্টেইনার, কড়াই, ছাচপেন, প্লেট, গ্লাস, কাপ, পেটিস রাখা বক্স, ওয়েট মেশিন সহ বিভিন্ন, উপকরন গুলি সহায়তা করা হয়।
নিযার্তনের শিকার নারীরা নিজে সাবলম্বি হওয়ার লক্ষে মুদি দোকান, সেলাই কাজ, হোটেল, কাপড় বিক্রি, পিঠা তৈরী করে জীবিকা নির্বাহ করে। সহায়তা পাওয় নির্যাতনের শিকার শারমিন, সুমি, আসমা বলেন এই সহায়তাগুলি পেয়ে আমরা নিজেকে আরো বেশি অর্থনৈতিক কাজের সাথে যুক্ত হতে পারবো । আমাদের উপর যে অন্যায় অত্যাচার হয়েছে এক সময় মনে হয়েছে এ জীবন আর রাখবো না। এখন আমরা নতুন করে সমাজে পরিবারে অবস্থান তৈরী করতে পারবো।
উপকরন বিতরন অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন পল্লীশ্রীর প্রজেক্ট কর্মকর্তা লাজিনা আক্তার ও মো. সাজেদুল ইসলাম সুজন।
Leave a Reply