বজ্রকথা প্রতিবেদক।- আগামী ২৬, ২৭ ও ২৮ ফেব্রুয়ারী /২৫ খ্রি: বুধ,বৃহস্পতি ও শুক্রবার তিনদিন ব্যাপী নেপালের মাকালু হিলে অনুষ্ঠিত হবে দক্ষিন এয়িশার সাহিত্য সংষ্কৃতি বিষয়ক সম্মেলন এবং মাকালু প্লাটিনাম জুবলি সিলেব্রেশন ২০২৫।
এই সম্মেলনে পশ্চিমবঙ্গ ভারত থেকে আমন্ত্রিত হয়েছেন ৪ বিশিষ্ঠজন। এফসাকল কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি হিসেবে নেপাল যাবেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, যোগাযোগ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, এফসাকল এর সদস্য বিশিষ্ঠ সঙ্গীত শিল্পী সুমাইয়া রহমান, বিশিষ্ঠ নৃত্য শিল্পী সায়ন্তনী কুন্ডু।
এফসাকল সুত্র জানিয়েছে পশ্চিমবঙ্গের এফসাকল প্রতিনিধিগণ নেপালে গিয়ে সেখানকার নানা অনুষ্ঠানে অংশ নেবেন এবং এফসাকল এর লক্ষ্য উদ্দেশ্য মানবতা,শান্তি, মৈত্রী, বন্ধুত্ব ও সম্প্রীতির উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেবেন।
Leave a Reply