পঞ্চধাতুর ঘর
লেখক- সুলতান আহমেদ সোনা
আমাদের সমাজে প্রতিদিন কত রকম ঘটনা ঘটছে, তার সব কিছুর খবর আমরা রাখতে পারি না।একার পক্ষে সব কিছু দেখাও সম্ভব নয় । আপনার যেমন চোখ দুটো, অন্য দশজনেরও ঐ দুই চোখ। তবে হ্যা, যাদের চোখের সংখ্যা চারটি তাদের কথা আলাদা।
হয়তো প্রশ্ন করতে পারেন, মানুষের আবার চার চোখ থাকে নাকি? বলতে পারেন, অন্তর চোখসহ তিন চোখ হতে পারে; চার চোখওয়ালা মানুষ থাকতে পারে না।
প্রিয় পাঠক, আমার হিসেবে বিশেষ গুণ সম্পন্ন মানুষদের চারটা চোখ থাকে। মনে করি তাদের মধ্যে আপনিও আছেন ।
প্রিয় মহোদয়, আসল কথায় যাবার আগে একটা গানের ক’টি চরণ আপনাদের শোনাতে চাই। আশা করি বিরক্ত হবেন না। চরণগুলো হচ্ছে –
জগৎ চক্ষু মুন্ধিয়া দেখ, কত সুন্দর দেখা যায়
আধারে রো রূপ দেখ
অপরুপ সেত হায় !
এই মানুষের চারটি নয়ন
করে দুই চোখেতে অবলোকন
অন্তর চোখে দেখে যখন
কত কিছু খুঁজে পায়।।
রূপের জগৎ রহস্যে ঘেরা
হীরা জহরত থাকে ভরা
তা মুর্খের বেলায় কাঁদা মাটি
জ্ঞনি করে জগৎ জয়।।
সোনা মিয়া উল্টা বোঝে
চার চোখের তত্ত্ব খোঁজে
সৃষ্টির চোখে চরকা ঘোরায়
ঘুর বেড়ায় জগৎ ময়।।
প্রিয় পাঠক নিশ্চয়, এই গানের ভাবার্থ আপনি অনুধাবন করতে পেরেছেন। এখন কথা হচ্ছে, যাদের চার চোখ থাকে তারা সব কিছু দেখার চেষ্টা করেন এবং যাদের চার চোখ থাকে তারা অবলোকন করেন, উপলব্ধি করেন,বোঝেন এবং দেখে, শুনে মনের ভাব প্রকাশ করতে পারেন। তারা জবাবাদিহিও করে থাকেন।
আমার ধারণা পর্যবেক্ষক এবং বুদ্ধিজীবীরা চার চোখের অধীকারী বলেই তারা অনেক কিছু দেখতে পান।, নানা বিষয় উপলব্ধি করে, অনুসন্ধানে নামেন, অদৃশ্য ও অস্পষ্ট বিষয় বিস্তুর অস্তিত খুঁজে পান তারা। আর সেই মতে তারা কথা বলেন, ব্যবস্থাও নিতে পারেন।
এবার আসল কথায় আসা যাক, আজকের আলোচ্য বিষয় “পঞ্চধাতুর ঘর”। আপনারা অবশ্যই শুনে থাকবেন, অষ্ট ধাতুর ঢোলনা হয়, তিন ধাতুর কবজ হয় ,পঞ্চ ধাতুর মাদুলীর দরকার পড়ে দোওয়া-তাবিজ, তদ্বির করার বেলায় কিন্তু পঞ্চধাতুর ঘর আদৌ আছে কী না, সেটা নিয়ে প্রশ্ন তুলতেই পারেন।
আমি বলছি পঞ্চধাতুর ঘর আছে। পঞ্চধাতুর একটি ঘরের সন্ধান পেয়েছি আমরা। ছবিতে যে ঘরটি দেখছেন এটি সেই “ পঞ্চ ধাতুর ঘর”। ঘরটির উপরে নীল রং দিয়ে লেখা আছে “ক্ষুদ্র কুটির শিল্পের পণ্য বিপণন কেন্দ্র”।
কি দিয়ে এই ঘর তৈরী করা হয়েছে ? কি আছে এই ঘরের ভিতরে ?
ঠিক আছে, সব প্রশ্নে উত্তর অবশ্যই পাবেন; আগে পুরো লেখাটি পড়ুন, তার পর প্রয়োজনে আরো প্রশ্ন করবেন। কোন বিষয়ে সংশয় থাকলে প্রাণ খুলে মন্তব্য করবেন ।
এই ঘরটির অবস্থান পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে। ওই চত্বরে যে পুকুরটি আছে তার দক্ষিণ পশ্চিম দিকে নৈঋত কোনে। অবগতির জন্য জানাচ্ছি , এই ঘরটি নির্মাণের পর থেকে এখন পর্যন্ত খোলা হয়নি। কোন পণ্য এখানে বিপণনও করা হয়না, তা হলে প্রশ্ন উঠতেই পারে, এই ঘরের কাজটা কি? কেনো এই ঘরের নাম দেওয়া হয়েছে “ক্ষুদ্র কুটির শিল্পের পণ্য বিপণন কেন্দ্র”?
অনুসন্ধানে জানা যায় ২০১৬ সালের দিকে এই ঘরটি নির্মাণ করা হয়েছে। ঘরটির দৈর্ঘ্যে প্রস্ত অনুমান করে নিতে পারেন।
এই পঞ্চধাতুর ঘরটি নির্মাণে ব্যয় হয়েছে সেই সময়ে ১১ লক্ষ টাকা। আসবাবপত্র ক্রয়ে খরচ হয়েছে, আরো লাখ দুয়েক টাকা । সব মিলে ১৩ লাখ টাকা প্রায় কিন্তু ২০২৪ সাল শেষের পথে এখন পর্যন্ত এই ঘরটি কেনো খোলা হয়নি, বিপণন কেন্দ্রটিই বা চালু করা হলোনা কেনো?
দুঃখের বিষয় এমন প্রশ্নের উত্তর দেয়ার লোক পাওয়া যাচ্ছে না। তাই অনেকের প্রশ্ন (?) যে ঘরের কোন কাজ নেই, সেই ঘর কেন নির্মাণ করা হয়েছে ! সরকারের টাকা ১৩ লাখ এ টাকা কি খোলামকুচি ?
আমরা সাধারণ মানুষ প্রশ্ন তুলতেই পারি, কার স্বার্থে,কেনো, কি কারণে এতোগুলো টাকার শ্রাদ্ধ করলেন কর্তাবাবুরা ? জবাব দেবেন কি?
শুনেছি ঘন ঘন স্বপ্নদোষ হলে নাকি পঞ্চধাতুর মাদুলী ধারণ করলে শয়তান কাছে ঘেঁষতে পারে না। তেমনি কারো বিশেষ ইচ্ছা বা স্বপ্ন পূরণের স্বার্থে কী কেউ এই পঞ্চধাতুর ঘর নির্মাণ করিয়েছে! না অন্য কোনো উদ্দেশ্য ছিল ?
সম্মানিত পাঠক, এ ব্যাপারে আপনার কিছু বলার আছে কি? আছে কোন উপদেশ ! পরামর্শ? থাকলে অবশ্যই মন্তব্য করার অনুরোধ রাখছি।
Leave a Reply