শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩২ অপরাহ্ন

পরিবারের বিরুদ্ধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ১১৬ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।- সদরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পরিবারের বিরুদ্ধে।
নিহত জেলার সদরের একই গ্রামের আজাদ মুসকুরির ছেলে তরিকুল মুসকুরি (২৩)।
বুধবার (১০ এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ঝিনেস্বর গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, মাদক গ্রহণ ও নানা অপকর্মের কারণে পরিবারের লোকজন রাতে মারধর করেন তরিকুল মুসকুরিকে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৯টার দিকে ঘর থেকে তরিকুলের মরদেহ বের করতে দেখেন তারা। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।
বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলফিকার রহমান বলেন, তরিকুল মানসিক প্রতিবন্ধী। তার নামে প্রতিবন্ধী কার্ড আছে। শুনেছি, গতকাল রাতে সে শহরের সুইপার পট্টিতে মাদক সেবন করতে যান। সেখানেই নাম না জানা কারও সঙ্গে তার বিরোধ হয়। সেই বিরোধে আহত হয়ে বাড়ি ফিরলে পরিবারের লোকজন তাকে বকাবকি করেন। পরিবারের লোকজন তাকে মারধর করেনি।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে তা জানা যাবে। ওই যুবকের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com