ময়মনসিংহ থেকে রবীন্দ্র নাথ পাল : মহামারী করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি পরিবার ও পরিকল্পনা (প.প.) বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরাও মাঠপর্যায়ে ঝুঁকি নিয়ে নারী এবং কিশোরীদের চিকিৎসা, টিকাদানসহ স্বাস্থ্যসেবায় রুটি মতো কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যেই কর্মক্ষেত্রে করোনায় বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন। তাই স্বাস্থ্যকর্মীদের মতো প.প. কর্মকর্তা ও কর্মচারীদেরও ঝুঁকিভাতা প্রণোদনা দেয়া উচিত বলে মন্তব্য করেছেন গৃৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি । বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনে পরিবার পরিকল্পণা (প.প.) ময়মনসিংহ বিভাগীয় পরিচালকের কার্যালয় আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি এসব কথা বলেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে নানান সুযোগ-সুবিধা প্রদানসহ শিক্ষা স্বাস্থ্য পুষ্টি ও নিরাপদ পরিবেশ সৃষ্টির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছেন। পরিবার পরিকল্পনা ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (যুগ্ম-সচিব) মোহাম্মদ আবদুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসি, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর-রশিদ বিপিএম, পরিচালক স্বাস্থ্য ডা. মো. আবুল কাশেম, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম, প.প. ময়মনসিংহের উপ-পরিচালক আবু তাহা মো. এনামুর রহমান, সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ও ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়।
Leave a Reply