ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গোটা মুসলিম জাহানের মুক্তির দিশারী প্রিয় নবী করিম হযরত মোহাম্মাদ (সাঃ) এর ব্যঙ্গ চিত্র প্রকাশ করে ফান্স কর্তৃক অবমাননার প্রতিবাদে ইমাম ওলামা পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে স্থানীয় চৌমাথা মোড়ে আজ ৩০ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা হাজার হাজার ধর্মপ্রান মুসল্লিদের অংশ গ্রহনে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মুরারীপুর মাদ্রাসার মহতামিম মাওঃ সাদেকুল ইসলামের সভাপতিত্বে ও ঠুটিয়াপাকুর দারুল উলুম মইনুল হক মাদ্রাসার মহতামিম মাওঃ শাহ আলমের পরিচালনায় মানববন্ধন প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোস্তাফিজুর রহমান রাজা, সুইগ্রাম মাদ্রাসার মহতামিম মাওঃ মশিউর রহমান,তারাবিয়াতু সন্নাহ্ মাদ্রাসার মহতামিম মাওঃ নুরুনব্বী, ফকিরহাট মাদ্রাসার মহতামিম মাওঃ রফিকুল ইসলাম, খাদ্য গুদাম মসজিদের ইমাম মাওঃ তাজুল ইসলাম, হাজ্বীপাড়া মাদ্রাসার মহতামিম মাওঃ মাহবুব সাহেব,মাওঃ ফরহাদ হোসাইন,মাওঃ আনাছ সাহেব,মুফতি মাওঃ খলিলুর রহমান, মাওঃআশরাফ সাহেব,মাওঃ আব্দুল্লাহ সাহেব প্রমুখ।
বক্তারা তৌহিদী জনতার পক্ষে হযরত মোহাম্মাদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশকারি ফান্স সরকারের সাথে সকল কুটনৈতিক সম্পর্ক বাতিল ও তাদের উৎপাদিত পন্য বর্জন করার দাবী জানান। এছাড়াও ইমাম ওলামা পরিষদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর দশ দফা দাবী বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন।
Leave a Reply