পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি।- গাইবান্ধার পলাশবাড়ীতে ২টি গাঁজার গাছ উদ্ধারসহ আমির উদ্দিন (৫৫) নামে একজনকে আটক করেছে হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। ৬ মে বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী থানার হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাকিব হোসেনের নেতৃত্বে এসআই রফিকুল ইসলাম, এএসআই রবিউল ইসলাম ও এএসআই রেজাউল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ভেলাকোপা গ্রামে অভিযান পরিচালনা চালায়। এসময় ভেলাকোপা গ্রামের মৃত নবাব আলীর ছেলে আমির উদ্দিন জমির মধ্যে লাউয়ের জাংলার নিচ থেকে সাড়ে তিন কেজি ওজনের ২টি গাঁজার গাছ উদ্ধারসহ তাকে আটক করে। হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাকিব হোসেন জানান, উদ্ধারকৃত গাঁজা গাছ এবং আটক আমিন উদ্দিন পুলিশ হেফাজতে রয়েছে।
Leave a Reply