বিনোদন সংবাদ।- পশ্চিমঙ্গ ভারতের রুপনারায়নপুরে ‘গুরুপক্ষ অনুষ্ঠান’ এর আয়োজন করেছে সৃজনী কালচারাল অর্গানাইজেশন। ১৭ ও ১৮ জুলাই শুক্রবার ও শনিবার দুইদন ব্যাপী এই অনুষ্ঠান উপভোগ করার সুযোগ থাকছে অন লাইন মাধ্যেমে। ভারতীয় সময় রাত ৭.৩০ ঘটিকায় এবং বাংলাদেশ সময় রাত ৮ ঘটিকার সময় এই অনুষ্ঠান সরাসরি দেখা যাবে। অনুষ্ঠানে কথক নৃত্য পরিবেশন করবেন, পশ্চিমবঙ্গের প্রখ্যাত কথক শিল্পী অম্ব্রীজ সরকার, কোলকাতার প্রখ্যাত ওডিসি শিল্পী মানসী চক্রবর্তি। অনুষ্ঠানের উদ্দেশ্য সম্পর্কে রুপনারায়নপুর থেকে সায়ন্তনী কুন্ডু জানিয়েছেন, করোনাকালে গুরুজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সাধারণ মানুষকে আনন্দ প্রদানের উদ্দেশ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, এই অনুষ্ঠানটি ৫ই জুলাই থেকে শুরু হয়েছে, চলবে আগামী ১৮ই জুলাই পর্য ন্ত।এই অনুষ্ঠানের আয়োজন করায় সৃজনী কালচারাল অর্গানাইজেশন-এর কর্ণধার অভিনন্দন চ্যাটার্জিকে ধন্যবাদ জানিয়েছেন অম্ব্রীজ সরকার, মানসী চক্রবর্তি, সায়ন্তনী কুন্ডু ।
Leave a Reply