আব্দুর রাজ্জাক, দিনাজপুর।- দিনাজপুর শহরের ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের অন্তর্গত পশ্চিম বালুয়াডাঙ্গা মহল্লা শাখা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে শহরের বালুয়াডাঙ্গার হঠাৎপাড়ায় মহল্লা আওয়ামী লীগের উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় মহল্লা আওয়ামীলীগের সভাপতি ডা. কুদরত ই খুদা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনাম উল্লাহ জ্যামী।
এছাড়াও মহল্লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকসেদ আলী এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের নির্বাহী সদস্য জাকির উদ্দিন রেমো, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম ইমন।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড ও মহল্লা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মী। এর আগে সভায় ওয়ার্ড ও মহল্লা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Leave a Reply