মোঃ আসাদুজ্জামান রিপন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।- আজ মঙ্গলবার বেলা ১২টায় জয়পুরহাট জেলার পাঁচবিবিতে কালাকজ্বর এর কার্যক্রমকে আরো বেগোবান করার লক্ষ্যে উপজেলা পর্যায়ে এক অবহিতকরণ সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা এর আওতাভুক্ত “জাতীয় কালাজ্বর নির্মুল কর্মসূচী” এর আয়োজনে এক জন সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ধরঞ্জী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ আহসান হাবিব, আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান মোঃ জাহিদুল আলম বেনু, বালিঘাটা ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান মোঃ নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রায়হানুল হক, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডাঃ মোঃ বিল্লাল হোসেন ও কীট তত্ত্ববিদ মোঃ মোসাদ্দেকুর রহমান মুন্নাসহ আরো অনেকে বক্তব্য রাখেন। বক্তাগণ কালাজ্বরের প্রতিকার ও প্রতিরোধ এর বিভিন্ন নিয়ম-কানুন ও পদ্ধতি তাঁদের বক্তব্যে সভায় তুলে ধরেন।
এ অবহিতকরণ সভায় আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষক, ছাত্র, তথ্য অফিসার, বে-সরকারি চিকিৎসক, কালাজ্বর আক্রান্ত রোগী, মসজিদের ইমাম, বিভিন্ন এনজিও কর্মী, সাংবাদিকসহ উপজেলার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ মোঃ শহীদ হোসেন।
Leave a Reply