মোঃ আসাদুজ্জামান রিপন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।- আজ সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগ, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের দিনের কর্মসূচী ঘোষণা করেন। কর্মসূচীর মধ্যে আছে শোক র্যালী, দোয়া মাহফিল ও বঙ্গবন্ধুর জীবনী সমন্ধে আলোচনা সভা।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে এক শোক র্যালীর আয়োজন করা হয়, যা পাঁচবিবি শহর প্রদক্ষিন করে পৌর পার্কে এসে শেষ হয়। ১৯৭৫ সালের এই দিনে কিছু বিপদগামী সেনা কর্মকর্তার নেতৃত্বে ধানমন্ডির ৩২ নং বাড়িতে মাঝ রাতে হামাল করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ ১৬জনকে হত্যা করে। এই হত্যার মধ্য দিয়েই শুরু হয বাঙালি জাতির এক কলংকময় অধ্যায়। বঙ্গবন্ধুকে হত্যার সাথে সাথে হত্যা করা হয় গোটা বাঙ্গালি জাতিকে। বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবনীর উপর তাৎপর্যময় বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মনিরুল শহীদ মুন্না, পাঁচবিবি পৌর মেয়র আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ বরমান হোসেন, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সন্মানিত সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক মন্ডল, বালিঘাটা ইউনিয়ন পরিষদ এর সন্মানিত চেয়ারম্যান জনাব বিপ্লবী চৌধুরী, সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার মোঃ মিচির আলী এবং আরো অনেক গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ। বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন পাঁচবিবি উপজেলা পরিষদ মসজিদের খতিব। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
Leave a Reply