রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

পাঁচ শূন্য আসনের তিনটির তফসিল হতে ঘোষনা হতে পারে আজ

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৫৮৮ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- জাতীয় সংসদের সদস্যদের মৃত্যুর কারণে শূন্য হওয়া পাঁচটি আসনের মধ্যে তিনটির তফসিল আজ রোববার ঘোষণা করা হতে পারে। নির্বাচন কমিশনের (ইসি) রোববারের কমিশন সভার এজেন্ডায় ঢাকা-১৮, পাবনা-৪ ও নওগাঁ-৬ আসনের উপ নির্বাচনের তফসিলের বিষয়টি রাখা হয়েছে। তবে ঢাকা-৫ এবং সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনের তফসিল আপাতত হচ্ছে না বলে জানিয়েছে ইসি সূত্র। এ দুটি আসনের তফসিল আগামী মাসের মাঝামাঝি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ রোববার বিকেল ৩টায় কমিশনের ডাকা বৈঠকের এজেন্ডায় দুটি বিষয় রয়েছে। এগুলো হলো- পাবনা-৪ ও ঢাকা-১৮ আসনের নির্বাচন অনুষ্ঠান এবং অন্যান্য শূন্য আসনের নির্বাচন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের স্থগিত, মেয়াদোত্তীর্ণ ও শূন্য পদের নির্বাচন অনুষ্ঠান। এদিকে নির্বাচন কমিশন শূন্য আসনে উপনির্বাচনের উদ্যোগ নিলেও দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির নির্বাচন বিষয়ক কোনো তৎপরতা এখনও দৃশ্যমান নয়। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ শূন্য হওয়া পাঁচটি আসনের উপনির্বাচনের কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছে। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন একই সঙ্গে সবগুলো আসনের উপনির্বাচন না করলেও তারা সবগুলো আসনের জন্য দলীয় প্রার্থী ঠিক করে রাখবে। সংসদ সদস্যদের মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া এ পাঁচটি আসনের মধ্যে সংবিধানে নির্দেশিত ৯০ দিনের সময়সীমা পাবনা-৪ ও ঢাকা-৫ আসনের ক্ষেত্রে পার হয়ে গেছে। করোনা সংক্রমণ পরিস্থিতিতে নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছে এ দুটি আসনের উপনির্বাচন পরবর্তী ৯০ দিনের মধ্যে আয়োজন করা হবে। সিরাজগঞ্জ-১ আসনের ক্ষেত্রেও ৯০ দিনের মেয়াদ শেষ হওয়ার পথে। এ আসনের উপনির্বাচনও দ্বিতীয় ৯০ দিনে হবে বলে ইসি সিদ্ধান্ত নিয়েছে। তবে ঢাকা-১৮ এবং নওগাঁ-৬ আসনের উপনির্বাচন অনুষ্ঠানের প্রথম ৯০ দিন এখনও শেষ হয়নি। ইসি কার্যালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর জানিয়েছেন, শূন্য আসনের উপনির্বাচনের বিষয়টি কমিশনের আগের বৈঠকেই আলোচনা হয়েছিল। আজ রোববারের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। এদিকে, রোববার কমিশন সভা ছাড়াও চলতি সপ্তাহে আরও দুটি সভা করবে নির্বাচন কমিশন। সোমবার সকাল ১১টায় আবারও কমিশন সভা হবে। ওই বৈঠকে স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন পরিচালনা আইনের খসড়া অনুমোদন দেওয়া হতে পারে। এরপর বুধবার পরবর্তী কমিশন সভায় রাজনৈতিক দলের নিবন্ধন আইনের ওপরে পাওয়া মতামতের ওপর আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com