রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪২ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগ থেকে সোয়া লাখ টাকা উধাও

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৬০০ বার পঠিত

কটিয়াদী থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি যাওয়ার সময় মনোয়ারা বেগম নামের এক নারীর ভ্যানিটি ব্যাগ থেকে সোয়া লাখ টাকা খোয়া গেছে বলে অভিযোগ উঠেছে। ১৫ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসদরের অগ্রণী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। মনোয়ারা বেগম উপজেলার সুখিয়া ইউনিয়নের শৈলজানী গ্রামের মানিক মিয়ার স্ত্রী। জানা যায়, প্রায় দুই বছর আগে উপজেলা যুব উন্নয়ন কার্যালয় থেকে মনোয়ারা বেগমসহ ৮ জন নারী সমিতির মাধ্যমে ৭৫ হাজার টাকা করে ঋণ নেয়। পর্যায়ক্রমে কিস্তির মাধ্যমে ওই ঋণ পরিশোধ করেন তারা। ঋণ পরিশোধ শেষে ১৫ জুলাই সকালে তাদের জমাকৃত সঞ্চয়ের এক লাখ ২৫ হাজার ১০০ টাকার ৮টি চেক বুঝিয়ে দেওয়া হয়। পরে ওই চেকগুলো নিয়ে সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে যান তারা। এসময় যুব উন্নয়ন অফিসের মাঠকর্মী সালাহ উদ্দিন তাদের কাছ থেকে ওই চেকগুলো নিয়ে ব্যাংক থেকে তিনি নিজেই টাকা উত্তোলন করেন। পরে সোনালী ব্যাংক থেকে বের হয়ে প্রায় ৫০গজ দূরে অগ্রণী ব্যাংকের সামনে এসে পাকুন্দিয়া-মির্জাপুর সড়কের ওপরে জনতার ভীড়ের মধ্যে মনোয়ারা বেগমের হাতে এ টাকা গুলো তুলে দেন সালাহ উদ্দিন। মনোয়ারা বেগম ওই টাকাগুলি তার ভ্যানিটি ব্যাগে রাখেন। এসময় জনতার ভীড়ের মধ্যে জনৈক এক ব্যক্তি সাইড দেন বলে মনোয়ারার শরীর ঘেঁষে দ্রæত চলে যান। এর কিছুক্ষণ পরই মনোয়ারা বেগম ভ্যানিটি ব্যাগ খুলে দেখতে পান ব্যাগে কোন টাকা নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com