পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ আলম বাবলু।- দিনাজপুর জেলার পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (কয়লা খনি) এর কারিগরি ক্যাডারের চলতি দ্বায়িত্বে কর্মরত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম সরকার (স্বপন) পদোন্নতি পেয়ে একই কোম্পানির ব্যবস্হাপনা পরিচালক হয়েছেন। পেট্রোবাংলার অফিস আদেশ মূলে বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বড়পুকুরিয়া কোল মাইনি়ং কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-২) পদে পদোন্নতি প্রাপ্ত হয়েছেন তিনি
ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পাওয়ায় প্রশাসন বিভাগ তথা কোল মাইন পরিবারের পক্ষ হতে তাঁকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়েছে। এ ছাড়াও অভিনন্দন জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে।
উল্লেখ্য যে,তিনি গত ২১/০৭/২০২২ ইং তারিখ হতে বিসিএমসিএল (কয়লা খনি) এর ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্বে নিয়োজিত থেকে অত্যন্ত দক্ষতার সাথে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। তাঁর গতিশীল নেতৃত্ব এবং সকলের সহযোগিতায় কয়লা খনির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
Leave a Reply