এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শহরে ৫৮ হাজার টাকা জরিমানসহ সরকারি সম্পত্তির উপর নির্মাণীধীন একটি বহুতল ভবন গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। ১৪ অক্টোবর বুধবার দুপুরে পার্বতীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আলদালতের মাধ্যমে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ মিথুন মুন্নী৷
পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক মোছাঃ শাহনাজ মিথুন মুন্নী জানান,পার্বতীপুর উপজেলা শহরের নতুন বাজারের প্রেস ক্লাব রোডে ৫৭০৩ দাগে ‘ক’ শ্রেণির অর্পিত সম্পত্তির (ভিপি) উপর শহরের নতুন বাজারের “জামান সু স্টোরের” মালিক হাসানুজ্জামান অবৈধভাবে চারতলা ভবন নিমার্ণ করছিলেন। বিষয়টি জানতে পেরে বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্মাণধিীন স্থাপনা গুড়িয়ে দিয়ে কাজ বন্ধ করে দেওয় হয়। সেই সাথে নির্মাণ সামগ্রী জব্দ ও মালিককে ৫৮ হাজার টাকার জমিমানা করা হয়। পরে জব্দকৃত মালামাল ৫ হাজার ৪০০ টাকায় নিলামে বিক্রি করে দেওয়া হয় বলে তিনি জানান।
Leave a Reply