পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ আলম বাবলু।-“তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক” এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে পার্বতীপুর উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভায় আয়োজন করে।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস/২০২২ পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোস্তাফিজুর রহমান, মাননীয় সাংসদ দিনাজপুর-৫ এবং সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মোঃ আমিরুল মোমেনিন মোমিন, ভাইস চেয়ারম্যান,উপজেলা পরিষদ, মোঃ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ পার্বতীপুর উপজেলা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ ইসমাঈল, উপজেলা নির্বাহী অফিসার, পার্বতীপুর, দিনাজপুর।
Leave a Reply