শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন

পার্বতীপুরে ইট ভাটায় অভিযান:  ৬০ হাজার টাকা জরিমানা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ১৬২ বার পঠিত

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।-দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রশাসন ৩ টি ইট ভাটায় অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। সোমবার বিকেলে পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের সোহাগী ইটভাটা, একতা ব্রিক্স ও একেবি ব্রিক্স ইটভাটায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ২০ হাজার টাকা করে তিন ইটভাটার মালিকের কাছে থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জানা গেছে, পার্বতীপুর উপজেলার বিভিন্ন ইট ভাটায় আইন-কানুন অমান্য করে ইট বানানোর অভিযোগে পার্বতীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার বিকেলে বিভিন্ন ইট ভাটায় অভিযান চালানো হয়। এই অভিযান পরিচালনা করেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ। অভিযান পরিচালনাকালে সোহাগী ইটভাটা, একতা ব্রিক্স ও একেবি ব্রিক্স ইটভাটাকে ২০ হাজার করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এআই) জুয়েল ইসলামসহ একদল পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ নাজির হোসেন ইউএনও কে সহযোগীতা করেন। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর, নির্দেশনা অমান্য করে ইটভাটা কার্যক্রম পরিচালনার অপরাধে তিন ইটভাটা মালিককে অর্থদন্ড দেওয়া হয়েছে। পরবর্তীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com