এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ মিথুন মুন্নী করোনা আক্রান্ত হয়েছেন৷ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে আসা রিপোর্টে তাঁর করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে৷ সেই সাথে এই উপজেলায় হু হু করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা৷ এ পর্যন্ত এ উপজেলায় ১৬০ জন করোনা সনাক্ত হয়েছেন৷ এর মধ্যে সুস্হ হয়েছেন ১১৮ জন এবং মৃত্যু বরন করেছেন ৩ জন৷
এদিকে, পার্বতীপুর উপজেলার প্রথম নারী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর থেকেই তিনি অত্যান্ত সততা দক্ষতা যোগ্যতা ও বিচক্ষনতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন৷ বিশেষ করে করোনা আগ্রাসনের পর থেকে দিন রাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পার্বতীপুর বাসীকে সচেতন করে তুলে করোনার হাত থেকে রক্ষা করতে নিরালস ভাবে কাজ করেছেন৷ নিজের কথা না ভেবে মানবতার কল্যানে বিলিয়ে দিয়েছেন নিজেকে৷ একজন নারী হয়েও দিন রাতের পার্থক্য না খুঁজে ছুটে গেছেন মানুষের দ্বারে৷ সরকারী দায়িত্ব পালনের পাশাপাশি এ ভাবেই কুড়িয়েছেন মানুষের ভালবাসা৷ জীবনের ঝুঁকি নিয়ে দেশ ও দশের কল্যানে কাজ করতে গিয়ে তিনি আজ করোনা আক্রান্ত৷ দেশের এই দূর্যোগ পূর্ণ মূহুর্তে তাঁর মতো সুযোগ্য কর্মকর্তার বড় বেশী প্রয়োজন৷
করোনার হাত থেকে রক্ষা পেতে সামাজিক সুরক্ষা ও স্বাস্হ্য বিধি মেনে চলার আহবান জানানো হয়েছে৷
Leave a Reply