এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরে ১২ বছর বয়সী এক কিশোরী কে ধর্ষনের চেষ্টার অভিযোগে মোঃ ওসমান গনি (৩০) নামের এক নির্মান শ্রমিককে সোমবার দুপুরে পার্বতীপুর মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছে৷ সে পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের গুড়গুড়ি খাট্টার ডাঙ্গা গ্রামের মরহুম আসকার আলীর পুত্র বলে জানা গেছে৷
জানা যায়, রবিবার রাত ১২ টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের খাগড়াবন্দ সুহারকাটি আদিবাসী পল্লীর নিজ বাড়ীতে বড় দু’বোনসহ মাটির ঘরে ঘুমিয়ে ছিল ঘটনার শিকার ওই কিশোরী। তার বাবা-মা ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিল। সে সময় সুযোগ বুঝে পাশের গ্রামের ওসমান গনি শোবার ঘরে ঢুকে ঘুমন্ত আদিবাসী কিশোরী (১২)’র মুখে কস্টেপ ও সুপারব্লু লাগিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন সে টেরপেয়ে চিৎকার করলে বাড়ীর লোকজন ও গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে আসে। অবস্হা বেগতিক দেখে ওসমান গনি কিশোরীকে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে গ্রামবাসী এক কিলোমিটার ধাওয়া করে তাকে আটক করে। সোমবার দুপুরে পুলিশ ওসমান গনি কে গ্রেপ্তার ও ঘটনার শিকার ওই কিশোরীকে থানায় নিয়ে আসে। সোমবার রাতে ওই কিশোরীর বাবা কিষ্টু কিসকু বাদী হয়ে ওসমান গনিকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছে বলে পার্বতীপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আহসান হাবীব সোহেল নিশ্চিত করেছেন৷
Leave a Reply