পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।-দিনাজপুরের পার্বতীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্হানে ও সড়কের পাশের দেওয়ালে দেওয়ালে চিত্রকর্মের মাধ্যমে একটি অসাম্প্রদায়িক,দূর্নীতিমুক্ত,নির্যাতন-নিপীড়ন,দারিদ্র্য মুক্ত বাংলাদেশের প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করছেন শিক্ষার্থীরা।
বিবর্ণ অতীত মুছে দেওয়ালে দেওয়ালে “স্বপ্নলিপি” আঁকছেন তাঁরা। গত কয়েক দিন থেকে পার্বতীপুরের স্বাধীন ছাত্র সমাজের আয়োজনে এ কর্মসূচী পালন করছে শিক্ষার্থীরা। বিভিন্ন স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ চিত্রকর্ম অংকনে অংশ নেয়।
এইসব শিক্ষার্থীরা অনেক দেওয়ালে নতুন করে লিখছেন দেশ সংস্কারের নানা শ্লোগান। সেই সাথে বিভিন্ন শিল্পকর্মও আঁকছেন। নতুন রুপে কি ভাবে বাংলাদেশকে দেখতে চান শিক্ষার্থীরা তা তাঁদের এই শিল্পকর্মে তুলে ধরছেন। এমন শিল্পকর্ম নজর কেঁড়েছে বিভিন্ন শ্রেণির মানুষ ও পথচারীদের। চলারপথে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তাঁদের নানামুখী সৃজনশীল কর্মকান্ড। অনেকেই এর ভূয়সী প্রশংসা করেছেন।
Leave a Reply