এম এ আলম বাবলু,পার্বতীপুর ( দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরে কে.বি সংঘের প্রশংসনীয় পদক্ষেপে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে জননেতা আমজাদ হোসেন ফুটবল টুর্নামেন্টের৷ বুধবার বিকেলে জননেতা আমজাদ হোসেন ফুটবল টূর্নামেন্ট ২০২০ উদ্বোধন করা হয়।
জানা গেছে, বুধবার বেলা ৪টায় পার্বতীপুর উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নের কালিকাবাড়ী ডাঙ্গাপাড়া মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন মোমিন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, সমাজসেবক,নাট্যজন, ইয়ংস্টার ক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক জননেতা আমজাদ হোসেন৷ এছাড়াও উপস্হিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোতালেব হোসেন পন্টিং, সাধারন সম্পাদক বেল্লাল হোসেন স্বপন, প্রাক্তন সদস্য গণি শাহ ও ক্রিড়া সংগঠক রেজওয়ান আক্তার বকুল প্রমুখ। পার্বতীপুর উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে মোট ৮ টি দল এই টুর্নামেন্টে অংশ গ্রহন করবে। উদ্বোধনী খেলায় খোলাহাটি একাদশ ফুটবল দল বনাম ফরিদপুর একাদশ ফুটবল দল অংশ নেয়। খেলায় খোলাহাটি ফুটবল দল ট্রাইব্রেকারে ১-০ গোলে ফরিদপুর একাদশ দলকে পরাজিত করে বিজয়ী হয়৷
Leave a Reply