সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন

পার্বতীপুরে তরুণ সমাজসেবক শাহিনের ব্যক্তিগত উদ্দ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ৩০৩ বার পঠিত

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।-দিনাপুরের পার্বতীপুরে তরুণ সমাজসেবক শাহিনের ব্যক্তিগত উদ্দোগ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের হুগলীপাড়া এলাকায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পার্বতীপুর উপজেলা শহরের গুলশান নগর এলাকার অধিবাসী তরুণ সমাজসেবক ঠিকাদার শাহিন করোনা কালিন সময়ে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় দুঃস্থ মানুুষের সেবায় হাত বাড়িয়েছে। নিজ উদ্দোগ্যে ব্যক্তিগত অর্থ দিয়ে অসহায় দুুঃস্থ মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। এরই ধারাবাহিকতায় রবিবার বিকেলে পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের হুহলীপাড়া এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন। চাউল, ডাউল, আটা, তেল, লবন, মরিচ, আলুুসহ এক বস্তা করে ত্রাণ সামগ্রী অসহায় ও দুঃস্থ পরিবারগুলোর হাতে তুলে দেন। সরজমিনে হুগলীপাড়া এলাকায় গিয়ে দেখা যায় এই গ্রামের প্রতিবন্ধী ভ্যান চালক অহেদুল হকসহ তার পরিবারের অন্য সদস্যরাও প্রতিবন্ধী। জরাজীর্ন বাড়ীতে বসবাস করা এই পরিবারটি করোনকালীন সময়ে চরম দূরাবস্থার মধ্যে বসবাস করছে। এই অসহায় পরিবার ত্রাণ সমাগ্রী পেয়ে খুবই খুশি। শাহিন ইতোমধ্যেই এ ধরনের কয়েকশ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে প্রশংসিত হয়েছে। তিনি বলেন মানব কল্যাণে নিজ অর্থায়নে তিনি ত্রাণ সমাগ্রী বিতরণ করছেন। তার এই কর্মকান্ড অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com