এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।-দিনাজপুরের পার্বতীপুরের প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুস সবুর সরদার ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহ্্ি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল শতাধিক বছর। গতকাল শুক্রবার বিকেলে তাঁকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত ছিলেন তিনি। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় ১৫ মিনিটে তিনি তাঁর নিজ বাড়ী পার্বতীপুর উপজেলার ৪নং পলাশবাড়ী ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ ন্ত্রী, ৭ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা মোঃ আফসার আলী সরকার জানান, মরহুম আলহাজ্ব আব্দুস সবুর সরদার পার্বতীপুরের ৪নং পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক এবং বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক ছিলেন। তাঁর মৃত্যুতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) এর কেন্দ্রীয় পরিচালক এম এ মজিদ সরকার সহ বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে।
Leave a Reply