এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।-দিনাজপুরের পার্বতীপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা সংঘটিত হয়েছে। দূর্ঘটনায় ১২ ঘন্টা ১০ মিনিট বন্ধ থাকার পর এই রেলপথে আবারো ট্রেন চলাচল শুরু হয়েছে। বুধবার বেলা ৪ টা ২০ মিনিটে এই পথে ট্রেন চলাচল শুরু হয়। দূর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন সহ ৪ টি বগি দুমড়েমুচড়ে লাইনচ্যুত হয়েছে। এ সময় ট্রেনের চালক মোঃ আব্দুর রশিদ সরকার ও সহকারী চালক মোঃ ইউনুস আলী এবং পরিচালক মোঃ সাইফুল ইসলাম আহত হলে তাঁদের কে পার্বতীপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পার্বতীপুরের যশাই মোড় রেলগেটে দোলনচাঁপা এক্সপ্রেসের এমটি (খালি বা ফাঁকা) রেক পার্বতীপুরে ওয়াস হয়ে দিনাজপুর যাবার সময় আজ বুধবার ভোর ৪ টা ১০ মিনিটে বালু ভর্তি ড্রাম্প ট্রাকের সাথে সংঘর্ষ হয়েছে। এতে লোকো ও রেক খুবই খারাপ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ট্রেনটি এমটি থাকার কারণে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গেছে,ঘন কুয়াশার মধ্যে ট্রেনটি দিনাজপুর অভিমুখে যাবার পথে পার্বতীপুরের যশাই মোড় রেলগেটে একটি বালু ভর্তি ড্রাম্প ট্রাক বিকল হয়ে রেলপথে পড়ে ছিল। এ সময় ট্রেনটির সাথে ট্রাকের সংঘর্ষ হয়। এ ঘটনায় পার্বতীপুর – পঞ্চগড় লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। সকাল থেকেই ট্রেনটির উদ্ধার কাজ চালানো হয়। এ ঘটনার তদন্তে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে বলে লালমনিরহাট রেলওয়ে বিভাগের ডিটিএস জানিয়েছেন।
Leave a Reply