এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরে মাস্ক বিতরন করা হয়েছে৷ আজ রবিবার দুপুরে শহরের বিভিন্ন স্হানে মাস্ক বিতরন করে “হৃদয়ে পার্বতীপুর” নামের একটি সামাজিক সংগঠন৷
পার্বতীপুরের কিছু টগবগে যুবকের আন্তরিক প্রচেষ্টায় গড়ে উঠা “হৃদয়ে পার্বতীপুর” নামের সামাজিক সংগঠনের উদ্যোগে রবিবার দুপুরে মাস্ক বিতরন করা হয়৷ করোনা ভাইরাস আগ্রাসনের হাত থেকে রক্ষা পেতে “হৃদয়ে পার্বতীপুর” এর সদস্যরা শহরের বিভিন্ন স্হানে ঘুরে ঘুরে কৃষক শ্রমিক মেহনতী মাস্ক বিহীন মানুষের মুখে মাস্ক পরিয়ে দেন এবং বিভিন্ন জনের মাঝে ১১ শ” মাস্ক বিতরন করেন৷ “হৃদয়ে পার্বতীপুর” এর নেতৃবৃন্দ জানান,তাদের এই জনহিত কর কার্যক্রম অব্যাহত থাকবে৷
Leave a Reply