এম এ আলম বাবলু, পার্বতীপুর ( দিনাজপুর) প্রতিনিধি।-
৫ম ধাপে অনুষ্ঠিত ৫ জানুয়ারী-২০২২ইং তারিখে পার্বতীপুর উপজেলার ৮টি ইউনিয়নের নির্বাচন শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। ৫ম ধাপের স্থানীয় সরকার নির্বাচনে চূড়ান্ত ফলা ফলে ৬ টিতে নৌকা ও ২ টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন ১নং ইউনিয়ন (বেলাইচন্ডি):নূর মোহাম্মদ রাজা
(নৌকা মার্কা),২নং ইউনিয়ন (মন্মথপুর) ওয়াদুদ আলী শাহ (নৌকা মার্কা), ৫ নং ইউনিয়ন(চন্ডিপুর):মজিবর রহমান (নৌকা মার্কা), ৬নং ইউনিয়ন (মমিনপুর) নজরুল সরকার (আনারস,স্বতন্ত্র ), ৭ নং ইউনিয়ন (মোস্তফাপুর): মতিয়ার রহমান(আনারস,স্বতন্ত্র ),
৮নং ইউনিয়ন (হাবড়া) প্রভাষক আনিছুর রহমান (নৌকা মার্কা ), ৯নং ইউনিয়ন (হামিদপুর): রেজওয়ানুল হক(নৌকা মার্কা) ও
১০ নং ইউনিয়ন (হরিরামপুর) মুজাহিদুল ইসলাম সোহাগ (নৌকা মার্কা ) বিজয়ী হয়েছেন।
Leave a Reply