বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এর দায়িত্বভার গ্রহন  

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।-দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যান দ্বয়ের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে তাঁরা নিজ নিজ দায়িত্বভার গ্রহন করেছেন। বুধবার (৩ জুলাই) সকাল ১০টায় রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ হাফিজুল ইসলাম প্রামাণিক, ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন মমিন ও মহিলা ভাইসচেয়ারম্যান সুলতানা নাসরিন শপথ গ্রহণ করেন। রংপুর বিভাগীয় কমিশনার মো: জাকির হোসেন তাঁদের শপথ পাঠ করান। এসময় বিভাগ ও জেলা পর্যায়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
একইদিন দুপুরে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যানদ্বয় পার্বতীপুর উপজেলা পরিষদে উপস্থিত হয়ে তাঁদের নিজ নিজ দায়িত্বভার গ্রহণ করেন।
গত ৫ জুন অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে আলহাজ¦ হাফিজুল ইসলাম প্রামাণিক তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। নতুন করে দায়িত্বভার নিয়ে তিনি তার কার্যালয়ে উপস্থিত বিভিন্ন স্তরের মানুষের সাথে কুশলাদি বিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com