এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- সামাজিক সুরক্ষা বজায় রেখে নিয়ম কানুন মেনে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে যাত্রী ভ্রমন নিশ্চিত করার লক্ষ্যে বিভাগীয় রেলওয়ে কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভা পার্বতীপুর রেলওয়ে জংশনের রেলওয়ে থানার অফিসার ইনচার্জের কক্ষে অনুষ্ঠিত হয়৷ আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন লালমনিরহাট রেলওয়ে বিভাগের রেলওয়ে বিভাগীয় ম্যানেজার তাপস কুমার পাল৷ পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় লালমনিরহাট রেলওয়ে বিভাগের সকল বিভাগীয় কর্মকর্তারা ছাড়াও স্হানীয় রেলওয়ের কর্মকর্তারা উপস্হিত ছিলেন৷ সভায় রেলওয়ের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার তাপস কুমার পাল যাত্রী সেবার মান বাড়াতে সব ধরনের পদক্ষেপ গ্রহনসহ ট্রেনে বিনা টিকেটের যাত্রী রুখতে সবার প্রতি আহবান জানান৷
Leave a Reply