শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন

পার্বতীপুর পৌরসভা নির্বাচন প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১১২ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ আলম বাবলু ।- দেশের উত্তর জনপদের দিনাজপুর জেলার রেলওয়ে জংশন খ্যাত ও খনিজ সম্পদে সমৃদ্ধ উপজেলা পার্বতীপুর। এই উপজেলার রেলওয়ে জংশনের বদৌলতে গড়ে উঠা পৌরসভা পার্বতীপুর। ১৯৭২ সালে স্থাপিত প্রথম শ্রেণির এই পৌরসভাটিতে সীমানা জটিলতার কারণে এক যুগেরও বেশি সময় ধরে ভোটাধীকার বঞ্চিত ছিল পৌরবাসী। ২০সেপ্টেম্বর নির্বাচন কমিশন কতৃক ঘোষিত তফসিল অনুযায়ী দীর্ঘ দিন পরে আগামী ২ রা নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পৌরসভার নির্বাচন।  দীর্ঘ প্রায় ১২ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচন নিয়ে প্রার্থী ও ভোটারদের আগ্রহের শেষ নেই। ০৬ অক্টোবর বৃহস্পতিবার পার্বতীপুর পৌরসভার  নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এটাই ছিল শেষ দিন । এই নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ৭০ জন প্রার্থী মনোনয়ন প্ত্র জমা দিয়েছেন। পার্বতীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে এবার ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন।  বৃহস্পতিবার দুপুর ১২ টায় তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় তার সাথে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব  হাফিজুল ইসলাম প্রামানিক, সহ-সভাপতি আব্দুল ওহাব সরকার, সাংগাঠনিক সম্পাদক ও  উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন সমাজ, সাংগাঠনিক সম্পাদক মামুনূর রশীদ মামুন, যুগ্ম সাধারন সম্পাদক মামুনূর রশীদ মামুন সহ আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের অনেক নেতা-কর্মীরা।  নির্বাচনের মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন সর্বমোট ০৫ জন। তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও আওয়ামী লীগের দলীয় প্রার্থী আমজাদ হোসেন (নৌকা মার্কা), পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র এ জেড এম মেনহাজুল হক (স্বতন্ত্র), সাবেক পৌর চেয়ারম্যান মরহুম আউয়াল সাহেব এর পুত্র সাইফুল ইসলাম (স্বতন্ত্র), বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাছানুল ইসলাম প্রামাণিক (স্বতন্ত্র) ও বিশিষ্ট ব্যবসায়ী আতিয়ার রহমান (স্বতন্ত্র)। পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ১৮ জন ও সাধারন ওয়ার্ড কাউন্সিলর ৪৭ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে নিশ্চিত করেছেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার (উপ-সচিব) মোঃ শাহিনুর ইসলাম প্রামাণিক। মনোনয়ন পত্র বাছাই আগামী ১০ অক্টোবর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর এবং ইভিএমের মাধ্যমে চূড়ান্ত ভোট গ্রহণ সম্পন্ন হবে আগামী ০২ নভেম্বর। পার্বতীপুর পৌরসভার সর্বশেষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল ২০১১ সালের ২৭ জানুয়ারী। এবারের ২০২২ সালের নির্বাচনে পার্বতীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৩৩ হজার ৩৯৯ জন। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১৬ হাজার  ৪৭২ জন এবং মহিলা ভোটার রয়েছে ১৬ হাজার  ৯২৭ জন। উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পৌরসভার নির্বাচন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com