এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর মডেল থানা পুলিশের উদ্দ্যোগে মাস্ক বিতরন করা হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় পার্বতীপুর শহরের শহীদ মিনার চত্বরে জণসাধারণের মাঝে মাস্ক বিতরন করেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান ও পরিদর্শক (তদন্ত) সোহেল রানা। পার্বতীপুর উপজেলার বিভিন্ন স্থানে পার্বতীপুর মডেল থানা পুলিশের উদ্দ্যোগে মোট ৫ হাজার মাস্ক বিতরন করা হবে। মাস্ক বিতরণের শুরুতেই আজ রবিবার শহরের বিভিন্ন স্থানে জনসাধাণের মাঝে মাস্ক বিতরন করা হয়। একই ভাবে উপজেলা বিভিন্ন স্থানে পুলিশ মাস্ক বিতরন করছে বলে মডেল থানার অফিসার ইনচার্র্জ জানিয়েছেন। নতুন করে করোনার ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় জণসাধারণকে সচেতন ও স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শসহ মাস্ক বিতরন করা হয়।
Leave a Reply