সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

পীরগঞ্জের ইউএনও’র বদলি ওয়াহিদা খানম ওএসডি

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৪৭ বার পঠিত

বজ্রকথা রিপোর্ট।- রংপুরের পীরগঞ্জের উপজেলা ইউএনও মো. মেজবাউল হোসেনকে স্বাস্থ্যসেবা বিভাগে বদলি করা হয়েছে। এ ছাড়াও তার স্ত্রী দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। ওয়াহিদা খানম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে। সূত্র জানায়, ওয়াহিদা অসুস্থ এবং হাসপাতালে থাকায় আপাতত তাকে কোনো পদায়ন না করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তিনি এভাবেই থাকবেন। অন্যদিকে তার স্বামীকে বদলি করে ঢাকায় নিয়ে আসা হয়েছে যেন তিনি সার্বক্ষণিক ওয়াহিদার চিকিৎসার খোঁজ-খবর রাখতে পারেন। উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে ঘোড়াঘাট উপজেলা পরিষদের আবাসিক এলাকায় ইউএনও’র সরকারি বাসভবনে ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলা করে দুর্বৃত্তরা। হাতুড়ির আঘাতে আহত ইউএনও ওয়াহিদা এবং তার বাবাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com