কনক আচার্য।- রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা এক সময় জাতীয় পার্টির দূর্গ ছিল। কিনতু বর্তমানে সেই দূর্গে ফাঁটল ধরেছে। এখানে ঝিমিয়ে পড়েছে জাতীয় পার্টির কর্মকান্ড। জাপা চেয়ারম্যান যত দিন বেঁচে ছিলেন তত দিন দলীয় কর্মকান্ডে গতি থাকলেও পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মোহাম্মাদ এরশাদের মৃত্যুর পর থেকে এই উপজেলায় জাপার রাজনীতিতে শৈথিল্য দেখা দিয়েছে। ১৪ জুলাই ছিল এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকীর দিন। কিন্তু দিনটিতে কোন কর্মসূচী ছিলনা এখানে।
এখানকার জাতীয় পার্টির কার্যালয় এরশাদ ভবন এক বছর থেকে তালা বদ্ধ রয়েছে। জাপার রাজনীতিতে গতি না থাকায় অনেক নেতা কর্মী আওয়ামীলীগের সাথে যুক্ত হয়েছেন। এ ব্যাপারে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নোমান ইকবাল খসরু বজ্রকথাকে বলেছেন, আগের যে কোন সময়ের চেয়ে জাতীয় পার্টি এখন শক্তিশালী। পার্টি চেয়ারম্যান দক্ষতার সাথে নেতৃত্ব দিচ্ছেন। পীরগঞ্জের কর্মকান্ডে ভাটার টান কেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, পীরগঞ্জের কমিটি অনেক পুরাতন। তাছাড়া এখানে কিছু সমন্বয়হীনতা রয়েছে। আর জেলা কমিটিও তেমন খোঁজ খবর রাখছে না। তিনি বলেন সব ঠিক হয়ে যাবে। এক বছর থেকে এরশাদ ভবন তালা বদ্ধ কেন ? এমন প্রশ্নের উত্তরে খসরু বলেন, ভবনটি বিশ্বরোডে পড়েছে, ভাঙ্গা পড়বে। আর মেরামতের অভাবে বসার মত পরিবেশ নেই। তা ছাড়া কর্মসূচী গুলো এখান থেকেই পালন করা হয়।
Leave a Reply