বজ্রকথা প্রতিনিধি।- করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার স্বার্থে স্থানীয় প্রশাসন সকল প্রকার ধর্মসভা,সমাবেশ বন্ধের আহবান জানিয়েছে। পীরগঞ্জ উপজেলায় করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন। এই ঘোষণার প্রেক্ষিতে এবছর কোথাও ধর্মসভা, ইসলামী জলসা হবেনা বলে জানা গেছে। কিন্তু পীরগঞ্জ উপজেলার কওমী মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রসার পক্ষ থেকে সীমিত পরিসরে ধর্মসভার অনুমতি চাওয়া হচ্ছে। ১৮ নভেম্বর বুধবার ওলামাগণ হাফেজ রফিকুল ইসলাম এর নেতৃত্বে উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল ও উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায় এর সাথে এ ব্যাপারে কথা বলেছেন।
Leave a Reply