বজ্রকথা প্রতিবেদক।- আজ ২৯ ডিসেম্বর/২১ খ্রি: বুধবার পীরগঞ্জ উপজেলার ৪নং কুমেদপুর ইউনিয়নের নির্বাচিত ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম (সাংবাদিক) আনুষ্ঠানিক ভাবে ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহন করেছেন। এদিন বেলা ১১ ঘটিকার সময় রসুলপুর মাহতাবিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে দায়িত্ব গ্রহন, প্রথম সভা ও দোওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় সাবেক চেয়ারম্যান মোশফাক হোসেন খান ফুয়াদ সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন রাজা, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মিলন, আওয়ামীলীগ নেতা মোনায়েম সরকার মানু, অধ্যক্ষ খলিলুর রহমান, রসুলপুর মাহতাবিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর প্রধান আবেদ হোসন, কুমেদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। শেষে দোওয়া অনুষ্ঠান ও উপস্থিত লোকজনদের মধ্যে খাবার পরিবেশন করা হয়।
Leave a Reply