পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।-৭মে/২১খ্রি:শুক্রবার পীরগঞ্জ উপজেলায় ভেন্ডাবাড়ী ইউনিয়নের জোতবাজ গ্রামে বজ্রপাতে কৌশিক (৮) নামে একটি শিশু মারা গেছে। নিহত কৌশিক উক্ত গ্রামের মোয়াজ্জেম মিয়ার ছেলে বলে। জানা যায়, আজ বিকেলে মোয়াজ্জেম মিয়ার শিশু পুত্র কৌশিক মিয়া (৮) ও অপর সন্তান মিশুক মিয়া (১৫) গরুর খাবারের জন্য ধানের খড় ও ঘাস সংগ্রহ করছিল। এমন সময় কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাত ঘটে। এতে কৌশিক মারা যায়। এদিকে কৌশিকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply