বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন

পীরগঞ্জের মেধাবী শাহীনুর উপসচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ২৫২ বার পঠিত

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় দরগাহ ইউনিয়নের মেধাবী শাহীনুর ইসলাম গত ৭ মার্চ ২০২১ খ্রি: উপসচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।
মো: শাহীনুর ইসলাম ১৯৭৮ সালের ১৫ মার্চ রংপর জেলার পীরগঞ্জ উপজেলার ছোট মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মো: সেকেন্দার আলী , মা ফাতেমা বেগম । তিনি মির্জাপুর আদর্শ দ্বি মুখী উচ্চ বিদ্যালয় হতে কৃতিত্বের সাথে এসএসসি ও কারমাইকেল কলেজ হতে এইচএসসি পাশ করেন । ঢাকা বিশ্বিবিদ্যলয় হতে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকাত্তর ডিগ্রি লাভ করেন । পড়ালেখা শেষে মেধাবী শাহীনুর ইসলাম প্রথমে ২৬তম বিসিএস-এ শিক্ষা ক্যাডারে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক হিসেবে বেগম রোকেয়া সরকারি কলেজ, রংপুরে যোগদান করেন।২০০৮ সালে ২৭ তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে খাগড়াছড়ি কালেক্টরেটে যোগদান করেন।এরপর দিনাজপুর ডিসি অফিসে এলও ও আরডিসি হিসেবে কাজ করেছেন । তিনি সহকারী কমিশনার ভূমি হিসেবে দিনাজপুর সদর , গাজীপুর সদর ও ভুঞাপুর উপজেলায় সুনামের সাথে কাজ করেছেন । এর পর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কক্সবাজার সদর ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় কাজ করেছেন। সোনারগাঁ উপজেলায় কাজ করার সময় ভাল কাজের স্বীকৃতিত্বস্বরুপ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রাশাসক হিসেবে দায়িত্বপালন করেন। বর্তমানে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত আছেন । ব্যক্তিগতভাবে বিবাহিত ও এক কন্য সন্তানের জনক । স্ত্রী নুসরাত ইসলাম গৃহিণী ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com