পীরগঞ্জের সরকারী শাহ আব্দুর রউফ কলেজে অনিয়ম দুর্নীতি –৩
২০ ব্যগ সিমেন্ট দিয়েই সংস্কার কাজ শেষ, শুরু হয়েছে রং এর কাজ
পীরগঞ্জের সরকারী শাহ আব্দুর রউফ কলেজে অনিয়ম দুর্নীতি -৩
২০ ব্যাগ সিমেন্ট দিয়েই সংস্কার কাজ শেষ, শুরু হয়েছে রং এর কাজ
সুলতান আহমেদ সোনা।- রংপুরের পীরগঞ্জ উপজেলার সরকারী শাহ আব্দুর রউফ কলেজে প্রকাশে অনিয়ম দুর্নীতি হচ্ছে কিন্তু কর্তৃপক্ষ ‘রা’ শব্দটি করছে না।
কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের দাবীকে পাত্তাই দিচ্ছে না ঠিকাদারী প্রতিষ্ঠান জয় এন্টারপ্রাইজ।
শিক্ষক ও শিক্ষার্থীদের দাবীকে গুরুত্ব না দিয়ে তড়িঘড়ি ২০ ব্যাগ সিমেন্ট দিয়ে কাজ শেষের প্রস্তিুতি নিচ্ছে সাব ঠিকাদার।
শুধু তাই নয়, সংস্কার কাজ সম্পর্কে লেখা লেখি হলেও কাজের অগ্রগতি ও অভিযোগের বিষয়টি সরেজমিন দেখতে আসেনি সংশিষ্ট তদারকী কর্তৃপক্ষ।
এদিকে সুত্র জানিয়েছে, কাজ চলছে কিন্তু কাজের মান দেখে মনে হচ্ছে ২০ ব্যাগ সিমেন্টের কাজ করেই ২০ লাখ টাকার রফাদফা করা হবে।
মজার বিষয় হচ্ছে, ২০ নভেম্বর থেকে দ্রুত রং করা শুরু করে দিয়েছে ঠিদাদার। ঠিকাদারের কৌশল হচ্ছে পরিকল্পনা মত টুক টুক প্লাসটার রং দিয়ে ঢেকে দিলেই কেউ কিছু বুঝতে পারবে না।
ছাত্র শিক্ষকদের দাবী সংস্কার কাজের ঘাপলা সরে জমিন তদন্ত করা হোক।
Leave a Reply