বজ্রকথা প্রতিবেদক।- রংপুর জেলার পীরগঞ্জে করতোয়া নদী তীরবর্তি ৩২টি পয়েন্ট থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করে দিয়েছে পীরগঞ্জ উপজেলা প্রশাসন। এখানকার প্রভাবশালী বালি ব্যবসায়ীদের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আত্মঘাতি বিরোধ সৃষ্টির প্রেক্ষিতে ১৮ নভেম্বর বুধবার অনুষ্ঠিত এক সভায় উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায় বালি উত্তোলন ও সরবরাহে এই নিষেধাজ্ঞার কথা জানান। উপজেলা পরিষদ হলে নির্বাহী অফিসার বিরোদা রানী রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল,সহকারী কমিশনার(ভূমি)আল ইমরান, অফিসার ইনচার্জ সরেস চন্দ্র,ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মিলন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান শাহীন, বিশিষ্টি ব্যবসায়ী শাহিদুল ইসলাম পিন্টু, নুর আলম যাদু, হাজি শরিফ প্রমুখ। সভায় সিদ্ধান্ত হয়েছে জমির মালিকানা বিরোধ নিস্পত্তি না হওয়া পর্যন্ত আগামী ২৪ নভেম্বর ২০২০ পর্যন্ত কোন বালি ব্যবসায়ী বালি উত্তোলন ও সরবরাহ করতে পারবেন না।
Leave a Reply