শনিবার, ২২ মার্চ ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন

পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।-৮ মার্চ/ ২৪ খ্রী: শুক্রবার সারা দেশের ন্যায় রংপুরের পীরগঞ্জেও আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

এদিন সকাল সাড়ে ১০টায়  নারী দিবস উপলক্ষ্যে পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বিশাল র‌্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ হলে ভারপ্রাপ্ত ইউ এন ও’ সহকারী কমিশনার ভুমি জনাব তকী ফয়সাল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় নারী দিবসের আলোচনা সভা।

এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ ফারহানা  আফরোজ, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মেয়র এএসএম তাজিমুল ইসলাম শামিম, এছাড়া বক্তব্য রাখেন,  বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক কবি সুলতান আহমেদ সোনা, অধ্যাপিকা মাহমুদা বেগম প্রমূখ ।

অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক সরওয়ার জাহান, জাগোবাহ্যে ২৪ ডট কম এর চেয়ারম্যান রানা জামান, বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেনসহ ব্র্যাক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কর্ম কর্তা,সদস্যাগণ, পীরগঞ্জ পৌরসভার কাউন্সিলরগণ এবং বিভিন্ন মহিলা সংঘের সদস্যারা উপস্থিত ছিলেন।

এদিন   নারী উদ্যক্তা ১২জনকে ২৫ হাজার টাকা করে ঋণের চেক প্রদান করা হয়। এ ছাড়াও  ৬টি ট্রেডে প্রশিক্ষণ গ্রহনকারী ২শজন নারীর হাতে সনদপত্র তুলে দেয় হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com