পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামে পূর্ব শত্রæতার কারনে ঘাষমারা ঔষধ ছিটিয়ে দু’একর জমির আমন ধান বিনষ্ট করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার থানায় অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে ।অভিযোগে জানা যায়, উপজেলার টুকুরিয়া ইউনিয়নের বর্নিত গ্রামের মৃত- আকবর আলী মন্ডলের পুত্র আজিজার রহমান (৮৫) ও বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন (৮০) নামের দু’কৃষক তারা দুইভাই মিলে বর্নিত গ্রামের সাবেক ২৭০ ও হাল ৩৯০ খতিয়ানের ০৬, ৬৮ ও ৭১ নং পৃথক ৩টি দাগে প্রায় ২ একর জমিতে আমন ধান চাষ করেন । তাঁরা বলেছেন ধানের ক্ষেতগুলো হয়েছিল বেশ ভাল। পুর্ব শত্রæতা বশত প্রতিপক্ষ গোলজার হোসেন ও তার লোকজনরা ৩ থেকে ৪ দিনের মধ্যে কোন একরাতে উল্লেখিত আমন ধানের জমিতে ঘাষমারা ঔষধ ছিটিয়ে দিয়েছে। ফলে ২/৩ দিনের মধ্যে ধানের গাছগুলো সম্পুর্ন রুপে বিনষ্ট হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। এ বিষয়ে গত বৃহস্পতিবার আজিজার রহমান বাদী হয়ে পীরগঞ্জ থানায় প্রতিপক্ষ গোলজার হোসেন ও তার লোকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান। অপরদিকে অভিযুক্ত গোলজার হোসেন বলেন, আমার বা আমার লোকজনের বিরুদ্ধে সম্পুর্নরুপে অসত্য অভিযোগ করা হয়েছে যার কোন ভিত্তি নেই।এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে আজিজার রহমান ও গোলজার হোসেনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে ।
Leave a Reply