পীরগঞ্জ প্রতিনিধি।- ‘জাগছে নতুন পৃথিবী, উদ্যমী আমরাও’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় দৈনিক আমাদের সময় পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকালে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও- ৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাবেক এমপি ইমদাদুল হক, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায়, আ’লীগ নেতা গোলাম রব্বানী, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী, সহসভাপতি কাজী নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাবুল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপজেলা আহবায়ক নূরনবী চঞ্চল, আমাদের সময় প্রতিনিধি বিষ্ণুপদ রায়। এ সময় থানার ওসি (তদন্ত) খায়রুল ইসলাম ডন, আ’লীগ নেতা শাহজাহান আলী, শাহ আলম, স্বেচ্ছাসেবী সংগঠন আইপজিটিভের প্রধান শফিক পারভেজ পরাগ সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন আমন্ত্রিত অতিথিরা।
Leave a Reply