রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

পীরগঞ্জে আলু বীজ সংকট

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৫৪ বার পঠিত

বজ্রকথা রিপোর্ট।- বীজ আলুর দাম বেড়ে যাওয়ায় এবার রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় আলু চাষীরা সংকটে পড়েছেন।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে  চলতি মৌসুমে পীরগঞ্জ উপজেলার ৩৩১ গ্রামে ৬ হাজার ৭৫০ হেক্টর (৫০ হাজার ৪২২ বিঘা) জমিতে আলুচাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কৃষি কর্মকর্তা ছাদেকুজ্জামান সরকার জানিয়েছেন,পীরগঞ্জ উপজেলার মাটি উর্বর,আলু চাষের উপযোগী এবং আলু চাষ লাভ জনক হওয়ায় প্রতিবছর এ উপজেলার কৃষকরা ব্যাপকভাবে আলু চাষ করে থাকেন। গতবারের চেয়ে এবারে প্রায় ৫’শ হেক্টর জমিতে বেশি আলু চাষ হচ্ছে বলে জানানো হয়েছে।
তবে তিনি স্বীকার করেছেন, এ বছর বীজ সংকটসহ, বীজ আলুর দাম বৃদ্ধি, অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় কৃষকরা আর্থিক ঝুকিতে রয়েছেন।
অনেকের মতে দেশে আলু বীজের সংকট নেই কিন্তু কৃতিম বীজ সংকট সৃষ্টি করে বীজ প্রক্রিয়াজাতকারী কোম্পানী গুলো অতি মুনাফা লুটছে।

সুত্র বলেছে, কোম্পানীগুলো সরাসরি তাদের তালিকাভুক্ত ডিলারদের কাছে আলু বীজ সরবরাহ করে কিন্তু কৃষকদের কাছে বীজ বিক্রী করে না। এই সুযোগ বরাবরই নিয়ে থাকে ডিলাররা।

অভিযোগ রয়েছে ডিলাররা কৃতিম ভাবে বীজ সংকট সৃষ্টির মাধ্যমে মুনাফা লুটছে। এ বছর স্টীক এবং পাকড়ী বীজ আলু বিক্রী হচ্ছে ১৩০ টাকা কেজি দরে এবং জাম (ইন্দুকানি) ৭০ টাকা দরে কিনছে আলু চাষীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com