সুলতান আহমেদ সোনা।- রংপুরের পীরগঞ্জে উন্নয়ন মূলক কাজে গতি নাই। সরকারের অর্থে পরিচালিত উন্নয়ন মূলক কাজ শুরুর পর হতে,মাসের পর মাস পার হচ্ছে কিন্তু ঠিকাদার কাজ শেষ করছেন না।
অভিযোগ উঠেছে ,পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবনের নির্মান কাজ ২০১৯ সালে শুরু হয়েছিল কিন্তু আজও শেষ হয়নি। এই ভবনের নির্মাণ কাজ কবে শেষ হবে তা কেউ বলতে পারছে না!
জানা গেছে “ভোর ট্রেডার্স “ দলগ্রাম কালিগঞ্জ, লালমনির হাট; এই ঠিকাদারী প্রতিষ্ঠান কার্যাদেশ পেয়ে ২০১৯ সালে কাজ শুরু করেন। পরে ভোর ট্রেডার্স গাইবান্ধা জেলার ডেভিড কোম্পানী পাড়ার জনৈক হারুন অর রশিদের কাছে নির্মাণ কাজের ভার তুলে দিয়ে নিস্ক্রান্ত হলেও স্কুল ভবন নির্মানের দায়িত্ব নিয়ে ভারাক্রান্ত হয়ে পড়েছেন হারুন অর রশিদ ।
ভেন্ডাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এই ভবন নির্মাণের জন্য ২ কোটি ৮৮ লাখ ৩২ হাজার ২৬৫ টাকা বরাদ্দা দেয় হয়েছে।
ছবিতে দেখুন, যে পর্যন্ত কাজ হয়েছে, তাতে ভবনের দেয়ালে শ্যাওলা পড়তে শুরু করেছে কিন্তু ঠিকাদারকে খুঁজে পাওয়া যাচ্ছে না , কাজও শেষ হচ্ছে না! এই নির্মাণ কাজের তদারকিতে নিয়োজিত আছেন যারা তারাও নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল ইসলাম জানিয়েছেন, তার প্রতিষ্ঠানে ৬০০ ছাত্র / ছাত্রী রয়েছে। বিদ্যালয়ের এই ভবনটির নির্মাণ কাজ শেষ করে হস্তান্তর করা হলে, পড়া লেখার মান আরো বৃদ্ধিপাবে কাজেও গতি আসবে স্কুল এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাবে । তাই পর্যবেক্ষক মহল মনে করেন কর্তদের এদিকে দৃষ্টি দেয়া উচিত।
Leave a Reply