বজ্রকথা প্রতিবেদক।-উত্তরাঞ্চল থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়োগের দাবিতে পীরগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শহীদ আবু সাঈদের পরিবার ও ছাত্র-জনতা।
১৪ নভেম্বর/২৪ খ্রি: বৃহস্পতিবার বেলা ১২টা থেকে দুপুর ১ ঘটিকা পর্যন্ত ঘণ্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ প্রদর্শন করে জনতা।
তারা উত্তরবঙ্গ তথা পীরগঞ্জ থেকে দুইজনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান এবং তারা আরো বলেন, দাবি আদায় না হলে ঢাকার সঙ্গে উত্তরের ১৬ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন করতে রেলপথ ও সড়ক অবরোধসহ রংপুর বিভাগ অচল করার মতো কর্মসূচি দেওয়া হবে।
হলো—সুষম উন্নয়ন অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়নে উত্তরবঙ্গের দুই বিভাগ থেকে কমপক্ষে দুজন করে চারজন উপদেষ্টা নিয়োগ করতে হবে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আমলা ও কর্মকর্তা নিয়োগে আঞ্চলিক বৈষম্য করা যাবে না; সেই সঙ্গে প্রত্যেক উপদেষ্টাকে কার্যক্রমের অগ্রগতি সাপ্তাহিকভাবে জনসমক্ষে প্রকাশ করতে হবে, নীতি প্রণয়নে উত্তরবঙ্গের বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের পরামর্শ নিতে হবে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আবু সাঈদের বড় ভাই রুহুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাসুম বিল্লাহ, কারমাইকেল কলেজের ছাত্র মেহেদী হাসান, রাকিব মিয়া, রংপুর সরকারি কলেজের ছাত্র রাজেদুল, নুর আলম,পারভেজ, মুজাহিদ, সিয়াম, নাহিদ প্রমুখ।
আবু সাঈদের বড় ভাই রুহুল আমিন বলেন, ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে ১৩ জন চট্টগ্রাম বিভাগের হলেও উত্তরাঞ্চলের ১৬ জেলা থেকে একজনকেও নেওয়া হয়নি। এটা রংপুর ও রাজশাহী বিভাগের সঙ্গে বৈষম্য হচ্ছে।
শেষে বিশাল বিক্ষোভ মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় ।
Leave a Reply